২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

“পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে ঐতিহ্যকে ধারণ করতে হবে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্ট এ সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বারের সভাপতিত্বে ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক মীযানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান।

প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান,বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন,মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,প্রতিবন্ধী শিশু যুবকল্যাণ সংস্থার চেয়ারম্যান সরদার এম এ মহিন, তথ্য মানবধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,“সোনারগাঁও শুধু ইতিহাস-ঐতিহ্যের কেন্দ্র নয়, এটি পর্যটনের বিশাল সম্ভাবনার জায়গা। যদি এই সম্পদকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে বিশ্ব দরবারে সোনারগাঁ নতুন করে পরিচিতি পাবে।”

পর্যটন শিল্প বিকাশে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ও অবকাঠামো উন্নয়ন। সোনারগাঁওয়ের প্রতিটি নিদর্শনকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তবে এখানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকের আগ্রহ বাড়বে।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ের অতীত ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐশ্বর্য আমাদের গর্ব। এই ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তুলতে পারলে তরুণ সমাজ কর্মসংস্থানের নতুন দিগন্ত পাবে।

আলোচনা সভায় বক্তারা পর্যটনের প্রসার, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্বে সোনারগাঁয়ের পরিচিতি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

জনপ্রিয়