রূপগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, দোকান ও বহুতল ভবন উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকানপাট ও ৪টি বহুতল ভবন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় সাঈদ মার্কেট ঘিরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। অভিযানে সহযোগিতা করেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জেডএম আনোয়ার, উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা।
উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, “সরকারি জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”