১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

রূপগঞ্জের ২১নম্বর দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিল বিদ্যালয়ের জমিদাতা সুবেদ আলী, অভিভাবক জালাল উদ্দীন, বাবুল মিয়া, মমিন মিয়াসহ এলাকাবাসী।

বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার ২০১৮ সালে বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে পেশাকে অবহেলা করে জমি-জমার ক্রয়-বিক্রয়ের কাজ সহ ব্যক্তিগত ব্যবসায় সময় ব্যয় করেন। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন কমছে। ফলে শিক্ষার্থীরা এ বিদ্যালয় ছেড়ে যাচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচশ বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা একশর কম। বিদ্যালয়ে অনিয়মিত থাকা ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সর্বশেষ

জনপ্রিয়