১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৯:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখে বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টিন আশিকুর রহমান, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, বন্দর উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা খোরশেদ আলম এবং উপজেলার ২৮টি পূজামন্ডপের প্রতিনিধি, বন্দর ফায়ার সার্ভিস ও বন্দর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তরা বন্দরে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য সভায় একমত পোষন করা হয়। এছাড়া পূজা শুরুর পূর্বে রাস্তার পাশে ল্যাম্পপোষ্টগুলো সচল করার প্রতি পল্লীবিদ্যুৎ সমিতিকে অবগত করা হয়। উপজেলার ২৮টি পূজামন্ডপে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে জানান।

সর্বশেষ

জনপ্রিয়