নাসিকের ৩ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে মিছিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় নৌকার পক্ষে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে মিছিল করেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোল্লা।
এই সময় শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তারা শামীম ওসমানের পক্ষে স্লোগান দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।
মিছিলটি নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।