বন্দরে ট্রাক চালককে পিটিয়ে টাকা-মোবাইল ছিনতাই, ছিনতাইকারী আটক
বন্দরে ট্রাক চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেওয়ার সময় ধারালো অস্ত্রসহ তন্ময় (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটক তন্ময় বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বড়বাড়ী এলাকার হানিফ মিয়ার ছেলে। এ সময় তার সহযোগী নাঈম ও মারুফসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
আহত ট্রাক চালক জাকির হোসেন একরামপুর পৌরসভা এলাকার আলী হোসেন মিয়ার ছেলে। তিনি আকিজ কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত।
ঘটনাটি ঘটে রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ে। ভুক্তভোগী জাকির হোসেন বাদী হয়ে আটক তন্ময় ও পলাতক নাঈম ও মারুফের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা জাকির হোসেনের কাছ থেকে নগদ ১৮ হাজার ৬০০ টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তন্ময়কে আটক করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





































