২২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২৫

ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুচিয়ামাড়া এলাকার মৃত আনোয়ারুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কুচিয়ামাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(১১)২৫ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বন্দর থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৫৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।

পুলিশের নজরে বিষয়টি এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলকারীরা দ্রুত ঢাকার দিকে চলে যায়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়