মদনগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ
মদনগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশটি সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় মদনগঞ্জ বটতলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন এবং জনমতের মাধ্যমে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবির পক্ষে সমর্থন জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার মহা সমাবেশে যোগ দেওয়ার ডাক দেন।
বক্তারা বলেন, “নবীর পরে নবী নেই; সংসদে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করা হোক।”





































