বন্দরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। এদের গ্রেপ্তার করা হয় আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে পায়েল খান (৫০), ২৩নং ওয়ার্ড একরামপুর এলাকার মাদক সম্রাট হাবিবুর রহমান হবির ছেলে বাবু (৩০), ২২নং ওয়ার্ড বন্দর বাজার এলাকার মৃত কেবল চান বর্মনের ছেলে মরন চান বর্মন (৪৮)।
মাদক উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক মোতালিব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
থানার তথ্য অনুযায়ী জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোতালিবসহ সঙ্গীয় ফোর্স লেজারার্স আবাসিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। অভিযানের সময় লালন চানের দুচালা টিনের পরিত্যক্ত ঘরে মাদক ব্যবসায়ীরা গাজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রাখছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পায়েল, বাবু ও মরনচান বর্মনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।