২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে গ্যারেজে ভাঙচুর চালিয়ে মোটরসাইকেল ও অটোগাড়ি লুট, আহত ৪

বন্দরে গ্যারেজে ভাঙচুর চালিয়ে মোটরসাইকেল ও অটোগাড়ি লুট, আহত ৪

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার যুবক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং গ্যারেজে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর আহত এলাহি (২৩) বর্তমানে ঢাকার শ্যামলী প্রাইমা অর্থোপেডিক হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্য আহতরা হলেন- সাইফুল (২৫), সুজন (২৫) ও লিমন (৩০)।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

তিন দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আহত সাইফুলের বড় বোন সিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ইফতি, আসলাম, আওলাদ, আজিজ, রোহান ও বিনা বেগমসহ আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে সাইফুলের সঙ্গে প্রতিপক্ষ ইফতি, আসলাম, আওলাদ, আজিজ ও তাদের স্বজনদের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়। পরে তার ভাই এলাহি ঘটনাস্থলে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো সুইচগিয়ার চাকু দিয়ে কোপানো হয়। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়।

এছাড়া হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে অটো গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় ৩ লাখ টাকার একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এলাহির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

অভিযোগ পাওয়ার পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়