২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, মা-ছেলেসহ আহত ৩

বন্দরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, মা-ছেলেসহ আহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিনের রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও দুই ছেলেসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নারগিস আক্তার (৪০) ও তার ছেলে আমান উল্লাহ অনিক (২২)। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আমান উল্লাহ অনিক প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রতিপক্ষ আউয়াল মিয়া, তার দুই ছেলে জুয়েল ও সোহেল এবং সোহেলের স্ত্রী সুরমি আক্তারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মালিভিটা এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে অনিকদের সঙ্গে প্রতিবেশী আউয়াল মিয়ার পরিবার দীর্ঘদিন ধরে রাস্তা সংক্রান্ত বিষয়ে বিরোধে জড়িত। এর জের ধরে সোমবার ভোরে আউয়াল, জুয়েল, সোহেল ও সুরমি আক্তারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অনিকদের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করে।

তাদের বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে নারগিস আক্তারের ওপর চড়াও হয় এবং তার গলা থেকে ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় এক লাখ টাকা) ছিনিয়ে নেয়। এসময় অনিক ও তার ছোট ভাই মাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলার সময় প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

সর্বশেষ

জনপ্রিয়