০২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ২৬ আগস্ট ২০২৫

বন্দরে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

বন্দরে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ফুলহর এলাকায় এ অভিযান চালানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফুলহর বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। এসময় মো. আব্দুস সামাদ (৫২), কে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বন্দর থানার ওসি।

সর্বশেষ

জনপ্রিয়