০২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৫, ২৬ আগস্ট ২০২৫

বন্দরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে তিন কেজি গাঁজাসহ সবুজ মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি উপজেলার রাজবাড়ি এলাকার শহীদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সবুজ মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘরের খাটের নিচে রাখা চটের বস্তা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে পরিদর্শক এনামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এর আগেও সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। মাদক সমাজকে ধ্বংস করছে, তাই এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। পরে আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়