২০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

আজাদকে আইনের আওতায় আনা উচিত, ফেসবুকে পিনাকি

আজাদকে আইনের আওতায় আনা উচিত, ফেসবুকে পিনাকি

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেন, ওই দিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একটি গোপন কক্ষে নজরুল ইসলাম আজাদ তার সংসদীয় আসনের আওতাধীন আওয়ামী লীগের ৪৮ জন পলাতক নেতা ও সাবেক জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

পোস্টে আরও দাবি করা হয়, বৈঠকে দুইজন পৌরসভা মেয়র, ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, বৈঠকে অংশগ্রহণকারী সবাই আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক জনপ্রতিনিধি।

পিনাকি ভট্টাচার্যের দাবি, বৈঠকে উপস্থিত নেতাদের জানানো হয়—তারা যদি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে থাকা সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিএনপি প্রার্থীকে আইনের আওতায় আনা উচিত।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়