দুর্গাপূজা উপলক্ষে ৭০ মণ্ডপে আর্থিক অনুদান দেবেন মাসুদুজ্জামান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ জেলার মোট ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।
প্রথম ধাপে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে নারায়ণগঞ্জ শহরের ৪২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হবে।
দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত অনুষ্ঠানে বন্দর উপজেলার ২৮টি পূজামণ্ডপ আয়োজকদের হাতে অনুদান তুলে দেওয়া হবে।
এ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকল ধর্ম ও সম্প্রদায়ের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিকের প্রকৃত দায়িত্ব।”