০৮ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ভন্ডুল হয়ে যাবে: উপদেষ্টা শারমিন

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ভন্ডুল হয়ে যাবে: উপদেষ্টা শারমিন

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, “নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভন্ডুল হয়ে যাবে। ফলে সেটা যেন না হয়, সে কারণে পুলিশ-প্রশাসনের সঙ্গে আপনাদেরকেও (জনগণ) এগিয়ে আসতে হবে। আপনার এলাকা যেন সহিংস না হয়, এবং সেই জায়গাটাকে শান্ত রাখা আপনাদের দায়িত্ব। আমাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব।”

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সবাই বসে আছে কবে নির্বাচন হবে সেজন্য। সবাই মিলে যদি আমরা নির্বাচনের মাঠটা শান্তিপূর্ণ করি, তাহলে আমাদের কাজটা করা সহজ হবে। আমি বহুবছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, তাই কথাগুলো বললাম।”

জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে এ উপদেষ্টা বলেন, “আমাদের বাচ্চারা ফেরেশতার মতো আকস্মিকভাবে শয়ে শয়ে, হাজারে হাজারে, কোটিতে...এদেশের থেকে একটি চরম অত্যাচারী সরকার ব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা নির্মূল করেছে।”

“সমাজটা কিন্তু স্তরে স্তরে অন্যায় ও দুর্নীতিতে জর্জরিত” উল্লেখ করে তিনি বলেন, “একটা স্তর যদি আমরা নির্মূল করে যাই, মনে রাখবেন আগামী নেতাদের জন্য আরও তিনটা স্তর আছে নির্মূল করার। এইটা করতে হবে। আমরা এইটা নিশ্চিত করতে না পারলে এই বাচ্চাদের প্রাণদান ব্যর্থ হবে।”

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য অন্তর্বর্তী সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উপজেলার রয়্যাল রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সোনারগাঁয়ের ইউএনও ফারজানা রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন ও পরিচালক খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. মহসিন মিয়া।

সর্বশেষ

জনপ্রিয়