শ্রমিকের ন্যায্য অধিকার কেবল আল্লাহর আইনের মাধ্যমেই সম্ভব: জব্বার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ‘মানুষের বানানো কোনো তন্ত্র-মন্ত্র দিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই যে ন্যায্য অধিকার দেওয়া দরকার, তা কেবল আল্লাহর আইন — আল কুরআনের মাধ্যমেই সম্ভব।’
বৃহস্পতিবার (১ মে) সকালে চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিশনপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত আমলে একদলকে দেখেছি—বড় বড় বুলি দিয়ে সরকারি অর্থ লুটপাট করেছে, আর শ্রমিকদের বঞ্চিত করেছে। এ ধরনের অন্যায় যারা করবে, তাদেরকে শ্রমিক জনতা রুখে দাঁড়াবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন মনির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুন্সী মো. আব্দুল্লাহ ফাইসুল, মোশারফ হোসেন, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, নির্বাহী সদস্য এরশাদ খান, ইকবাল হোসাইন, আক্তার হোসেন, এছাড়াও মহানগরী ও থানার বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।