০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১০, ১ মে ২০২৫

আপডেট: ২০:০৯, ১ মে ২০২৫

শ্রমিক আছে বলেই অর্থনীতির চাকা সচল: আশা

শ্রমিক আছে বলেই অর্থনীতির চাকা সচল: আশা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার উদ্যোগে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন কলকারখানার শ্রমিকরাও অংশ নেন। সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কাউসার আশা বলেন, ‘শ্রমিক আছে বলেই এই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সরকারসহ সকল মিল-ইন্ডাস্ট্রির মালিকদের প্রতি অনুরোধ—শ্রমিকদের প্রতি সদয় হোন, সহানুভূতিশীল হোন। না হলে এই অর্থনীতির চাকা একদিন থেমে যেতে পারে।’

র‍্যালিতে উপস্থিত ছিলেন, নাসিক ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভ‚ইয়া, বিএনপি নেতা আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সুজন মাহমুদ, আমিনুল ইসলাম শামীম, মহিলাদল নেত্রী আয়েশা সাত্তার, হাবীব ও মোস্তাক প্রমুখ। 

সর্বশেষ

জনপ্রিয়