০৩ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ২ মে ২০২৫

হত্যা মামলার রায় ঘোষণার পরদিনই পলাতক আসামি গ্রেপ্তার

হত্যা মামলার রায় ঘোষণার পরদিনই পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে হত্যা মামলার রায় ঘোষণার একদিন পর রাজধানী ঢাকার ডেমরা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে পলাতক আসামি হাবিবুল্লাহ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর ডেমরার মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাই হাবিবুল্লাহ (৩৪) ও শামীম (৩০)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সেন্দী এলাকার রুস্তম আলীর ছেলে শামীম ও তার ভাই হাবিবুল্লাহ মিলে একই উপজেলার কাহেন্দী এলাকার মৃত রহম আলীর ছেলে স্বপন (৩৫)-কে ছুরিকাঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহত স্বপনের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর শামীম কারাগারে থাকলেও হাবিবুল্লাহ পলাতক ছিলেন। অবশেষে র‌্যাব-১১-এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হলো।

সর্বশেষ

জনপ্রিয়