০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ৩০ এপ্রিল ২০২৫

হাফিজুল ইসলামের পক্ষে জেলা বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি

হাফিজুল ইসলামের পক্ষে জেলা বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি

নারায়ণগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে ভুল তথ্য উপস্থাপন করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বাম জোটের সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে উল্লেখ করে বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী ও আব্দুল হাই শরীফ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মে দিবস উপলক্ষে চাষাড়া শহিদ মিনারে সমাবেশের জন্য ৪টি শ্রমিক সংগঠন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অনুমতি নেয়। সময় বণ্টনের মাধ্যমে অনুমোদন দেওয়া হলেও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা মাহবুবুর রহমান ইসমাইল মিথ্যা তথ্য দিয়ে বিকেলের সময় আদায় করেন।”

তারা আরও বলেন, “উপদেষ্টা অতিথির উপস্থিতির মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে সময় নির্ধারণ করা হলে, হাফিজুল ইসলাম সিটি করপোরেশনে লিখিত প্রতিবাদ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাহবুবুর রহমান ইসমাইল তার সংগঠনের লোক দিয়ে থানায় জিডি করেন এবং সংবাদ সম্মেলন ডেকে সম্পূর্ণ বানোয়াট বক্তব্য উপস্থাপন করেন।”

বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে আখ্যায়িত করে বলেন, “কমিউনিস্ট পার্টির জেলা সভাপতিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই প্রচার চালানো হয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উপস্থিতিতে মে দিবস উদযাপনের সময় বিভ্রান্তি নিরসনে সংশ্লিষ্ট ৪টি শ্রমিক সংগঠনের মধ্যে সমঝোতা হয়।

সর্বশেষ

জনপ্রিয়