২২ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৯:১৭, ২৯ জানুয়ারি ২০২২

আপডেট: ২০:৪০, ২৯ জানুয়ারি ২০২২

আমরা জানি কীভাবে খেলার জবাব দিতে হয়: শামীম ওসমান

আমরা জানি কীভাবে খেলার জবাব দিতে হয়: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, মরেও প্রমাণ করতে চাই, আমরা শেখ হাসিনার লোক ছিলাম, আছি, থাকবো। এর বাইরে অন্য কিছু চিন্তা করার সুযোগ নাই। নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে। ছোট্ট একটা সিটি কর্পোরেশন। মাত্র সোয়া ৫ লাখ ভোট। আমার এলাকার তিনটা ইউনিয়নে এর চেয়ে বেশি ভোট আছে। এই নির্বাচন আসলে চতুর্দিক থেকে খেলা শুরু হয়ে যায়। কেন হয় আমি ঠিক জানি না। ২০১১ ও ২০১৬ সালে কী করেছি আমি জানি, বলবো না কারণ দলকে ভালোবাসি। এইবারও কী করেছি আমি জানি। তবে এইবার একটা রক্তক্ষরণের মতো ঘটনা ঘটেছে। কবরস্থানের ঘটনাটি কোনো সন্তানই মানতে পারবে না। আমারও কষ্ট হচ্ছিল। এইরকম কষ্ট আমি খুব কম সহ্য করেছি।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে আয়োজিত এক কর্মীসভায় তিনি এইসব কথা বলেন।

তিনি বলেন, আমি তো নির্বাচনের পার্টও ছিলাম না। এমপি হিসেবে একটা সংবাদ সম্মেলন করেছি। নিজের অবস্থান জানিয়েছি। আমি তো কোথাও যাইনি। আমার কিছু করার দরকার হলে তো ঘরে বসেই করতে পারি। তারপরও আমাকে নিয়ে কথা হয়েছে। কারণ নারায়ণগঞ্জকে টার্গেট করা হয়েছে। পর্দার আড়ালে কেউ কেউ আছে। নারায়ণগঞ্জকে স্টপেজ করে ঢাকাকে হিট করা হবে।

শামীম ওসমান বলেন, যারা খেলতে চান তাদের বলি, আসেন খেলি। আমরা প্রস্তুতি নিচ্ছি। এইবার খেলার জবাব খুব কঠিনভাবে দেবো। আমরা জানি কীভাবে খেলার জবাব দিতে হয়। খেলাটা আমরা জানি কিন্তু। খেলা হবে এবং আমরা জিতবো। আমার কথাটাকে হালকাভাবে নিবেন না।

তিনি আরও বলেন, একটা পক্ষ মাঠে নেমেছে। আমার ফেসবুক নাই, আমি শুনি। আমাকে দিয়ে নাকি তৈমুর আলম ভাইকে নির্বাচনে দাঁড় করিয়েছে সরকার। আমার দল বা আমার নেত্রী বা আমার কোনো কেন্দ্রীয় নেতা তৈমুর আলমকে দাঁড় করানোর নির্দেশনা দেয় নাই। এইটা ইচ্ছা করে লেখা হইতেছে। আওয়ামী লীগ অনেক জনপ্রিয় এত নিচের লেভেলে চিন্তা করার অবস্থা আমার নেত্রী, জাতির পিতার কন্যার নাই। সামনে প্রচন্ড ধরনের বড় আঘাত আসছে। এই আঘাত আওয়ামী লীগের উপর নয়, বাংলাদেশের উপর। হিমালয় পর্বতের মতো বাংলাদেশকে পাহারা দিচ্ছেন শেখ হাসিনা। একটা কঠিন ষড়যন্ত্র আমাদের উপরে আসছে। একটা আঘাত করার চেষ্টা করা হবে।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত মো. শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল আলম ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আবু জাফর বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়