১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২১:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

মুঘল আমলের স্থাপনার আদলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, "খুব দ্রুতই মুঘল আমলের সৌন্দর্য এই ঈদগাহ ময়দান ফুটিয়ে তোলবে। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এটি শুধু একটি উপাসনালয়ই থাকবে না, বরং নারায়ণগঞ্জের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াবে।''

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮ টায় শহরের মাসদাইর অবস্থিত কেন্দ্রীয় ঈদগা মাঠ পরিদর্শনে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জ মুঘল আমল থেকেই ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই শহরে সেই সময়ের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান। তাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কারের ক্ষেত্রে মুঘল আমলের স্থাপত্যের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই শহরে মুঘল আমলের অনেক স্মৃতি রয়েছে। সে কারণেই মুঘল আমলের আদলে আমরা এটি সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করেছি। এবং পরবর্তীতে কমিটির অনুমতিতে স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী ঈদগাহের কাজটি শুরু করবো।"

জেলা প্রশাসক বলেন, "যখন প্রথমবার ঈদ উল ফিতরের নামাজ পড়তে এসে ঈদগাহ মাঠ পরিদর্শন করি, তখন এর জরাজীর্ণ অবস্থা দেখে ব্যথিত হই। মাঠের প্রধান কাঠামো প্রায় হেলে পড়েছিল এবং দেয়াল ভাঙা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ জেলার কেন্দ্রীয় ঈদগাহের এই অবস্থা দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করি। এই চিন্তা থেকেই ঈদগাহটিকে একটি নতুন এবং নান্দনিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

সর্বশেষ

জনপ্রিয়