মেট্রোরেলের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জ ও মদনপুরকে সংযুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবহেলিত নারায়ণগঞ্জকে সব সময় অবজ্ঞা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার কর্মজীবী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রী চলাচল করে থাকেন। ট্রেনের অপেক্ষা ও বাসের যানজটের বিরম্বনায় যাত্রী সাধারণের প্রতিদিন মূল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই এমআরটি লাইন-২ প্রকল্পে মদনপুরসহ নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে। আমরা যাতে মেট্রোরেলে অল্প সময়ে, কম খরচে মতিঝিল, কমলাপুর সহজে যাতায়াত করতে পারি।
এ সময় তারা নারায়ণগঞ্জে একটি বার্ন ইউনিট, একটি হার্ট সেন্টার, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এবি সিদ্দিক, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম খোকন, গণসংহতি আন্দোলন মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, উপদেষ্টা বাবু সুভাষ সাহা, উপদেষ্টা হানিফুল কবির, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা ও কুতুব উদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সাবেক ক্যাডেট সভাপতি ফারুক আহম্মদ রিপন, শুক্কুর মাহামুদ জুয়েল প্রমুখ।