০৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর কালীর বাজার ব্যবসায়ী, শিক্ষা ও ধর্মীয় ১৩টি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কালীর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালীর বাজার ব্যবসায়ী, এলাকাবাসী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী হাজী মো. নাজির খান এবং সঞ্চালনা করেন মো. রবিন হোসেন।

এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, ঔষধ ব্যবসায়ী আকবর হোসেন, ব্যবসায়ী তানভীর হোসেন প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, “যথাযথ সমীক্ষা ছাড়া অপরিকল্পিত নকশায় সেতুর পশ্চিমাংশ নারায়ণগঞ্জ কলেজের সামনে করা হয়েছে। এতে যানজটে পুরো এলাকা অচল হয়ে পড়বে। আগে যে নকশায় ৫ নং ঘাটে সেতুটি নামানো হয়েছিল, সেটিই ছিল যৌক্তিক। বর্তমান নকশা বাস্তবায়ন হলে পশ্চিমপাড় ও পূর্বপাড় দুইপাশের মানুষের জন্যই ভয়াবহ দুর্ভোগ বয়ে আনবে।”

তিনি বলেন,  “বন্দরবাসীদের সাথে আমাদের কোন বিরোধ নেই, কিন্তু এই অপরিকল্পিত সেতু তৈরি হলে তা শুধু নদীর পশ্চিমপাড় নয় পূর্বপাড় বন্দরের জন্যও দুর্ভোগ বয়ে আনবে। বিবেক না খাটিয়ে কেবল আবেগের উপর ভর করলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ক্ষতির কারণ হবে।” তিনি দ্রæত নকশা পরিবর্তন অথবা পূর্বের নকশায় সেতু বাস্তবায়নের দাবি জানান। 

বক্তারা আরও বলেন, কালীর বাজার থেকে ১ নং রেলগেট পর্যন্ত এলাকা সারাক্ষণ যানজটে অচল থাকে। এখানে দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো সুযোগ থাকে না। এছাড়া কালীর বাজার ও দিগুবাবু বাজার, নারায়ণগঞ্জ কলেজ ও হাই স্কুল, রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এলাকাটি প্রতিনিয়ত যানজটের কবলে থাকে। এর মধ্যে সেতুর উঠা-নামার মুখ এখানে হলে দুর্ভোগ আরও ভয়াবহভাবে বাড়বে।

তারা অবিলম্বে নকশা পরিবর্তন বা পূর্বের নকশায় সেতু বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাজী মোতালেব হোসেন, শফিউদ্দিন আহমেদ, হাজী শাহজাহান, হাজী আবদুর কাদের, সমীর চন্দ্র চক্রবর্তী, জুয়েল হোসেন, মোহাম্মদ সুমন, অয়ন আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়