যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে সড়কে সেনাবাহিনী

নারায়ণগঞ্জ শহরের অন্যতম নাগরিক দুর্ভোগ যানজট নিরসনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনা সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই নম্বর রেলগেইট এলাকায় কাজ করেন তারা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরে টহল দেন সেনাবাহিনীর একটি দল। তারা শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করেন।
যানজট নিরসনে সেনাবাহিনীর এ কার্যক্রমের প্রশংসা করেছেন নগরবাসী। তবে, তারা বলছেন, নারায়ণগঞ্জ শহরজুড়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে কিছুটা শৃঙ্খলা ফেরে কিন্তু পরে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।
তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকলে সমাধান পাবেন বলে মনে করেন নগরবাসী।
স্থানীয় লোকজন জানান, সম্প্রতি শহরের চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক, কালিরবাজার, ২ নম্বর রেলগেট, চাঁদমারি, বাবুরাইল, খানপুর, দেওভোগ ও কেন্দ্রীয় খেয়াঘাট সংলগ্ন এলাকায় যানজটের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। অফিস ও স্কুল-কলেজে যাতায়াত করা লোকজন প্রতিনিয়ত যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও কর্মজীবীরা।
নগরবাসীর অভিযোগ, অসংখ্য অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ব্যাটারিচালিত যানবাহনের আধিক্য এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই যানজটের প্রধান কারণ। এছাড়া রাস্তার মাঝে হকারদের বসা, উল্টো পথে গাড়ি চলাচল এবং প্রয়োজনের চেয়ে কম সংখ্যক ট্রাফিক পুলিশ এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে, নগরবাসীর অনেকেই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “যানজটের দুর্ভোগ এখন অসহনীয়। সেনাবাহিনী মাঠে নামায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হওয়া উচিত।”