২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ২৬ মে ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

সোমবার (২৬ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিজ্ঞান এক উপকারী দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভু।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এবং মেধাবী প্রজন্ম গঠনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।”

উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন।

সর্বশেষ

জনপ্রিয়