ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে প্রায় পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের কাছে দুই কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৩৩১ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা- খ অঞ্চল) টি এম রাহসিন কবির প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল এ মামলায় সদর, বন্দর ও আড়াইহাজার উপজেলার ১৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট দুই কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৩৩১ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।





































