১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে স্বর্ণের দোকানে চুরি

বন্দরে স্বর্ণের দোকানে চুরি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্রামীন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঘাড়মোড়া এলাকার শান্তনা মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় দোকানের মালিক শাহাবুদ্দিন মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে লিখেছেন, চোরের দল তার প্রতিষ্ঠানের টিনের চাল কেটে ভেতরে ঢোকে। তারা অন্তত ১২ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রূপা চুরি করেছে।

তিনি জানান, ঘারমোড়া এলাকায় তিনি গত ২৫ বছর ধরে ব্যবসা করছেন। অন্যদিনের মতো শনিবার রাত দশটায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। দোকান ফাঁকা গভীর রাতে চোর টিন কেটে ভেতরে ঢোকে।

সর্বশেষ

জনপ্রিয়