আড়াইহাজারে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮৮ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সিরপুর ধন্দীরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।
গ্রেপ্তার রুনা বেগম ওরফে রুবিনা মুন্সিরপুরের শামসুল হকের মেয়ে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাসির উদ্দিন।