০৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ৩ মে ২০২৫

আড়াইহাজারে টেক্সটাইল মিলে রোলারের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আড়াইহাজারে টেক্সটাইল মিলে রোলারের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিপন টেক্সটাইল মিলে কাজ করার সময় মেশিনের রোলারের ধাক্কায় রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার লিটনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেট তৈরির মেশিনে কাজ করার সময় হঠাৎ মেশিনের রোলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন রবিউল। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, "ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।"

সর্বশেষ

জনপ্রিয়