২১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ ও ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

জুলাই সনদ ও ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে জুলাই সনদ-২০২৫ বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চাষাঢ়ায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। কিন্তু সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার পরিকল্পনা চলছে। তারা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জুলাই সনদ-২০২৫ ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

নেতৃবৃন্দ উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও তাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিও জানান।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং ইসলামী যুব মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়