হাফিজের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: প্রতিবাদ টিইউসি’র

আন্তর্জাতিক শ্রমিক দিবস ‘পহেলা মে’ উদযাপনকে ঘিরে চাষাড়া শহীদ মিনারে একাধিক শ্রমিক সংগঠনের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)'র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা হাফিজুল ইসলাম হাফিজের বিরুদ্ধে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। তারা একে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, অপপ্রচারমূলক এবং সম্মানহানিকর বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে।
টিইউসি’র জেলা কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) ফেডারেশনের নেতা মাহবুবুর রহমান ইসমাইল সংবাদ সম্মেলন করে অপপ্রচারে লিপ্ত হন। তাঁর এই আচরণকে হাফিজুল ইসলাম হাফিজের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করার হীন চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে টিইউসি।
বিবৃতিতে জানানো হয়, মহান মে দিবস উপলক্ষে চাষাড়া শহীদ মিনারে সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একাধিক সংগঠন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আবেদন করে। সিটি কর্তৃপক্ষ সময় ভাগ করে চারটি সংগঠনকে আনুষ্ঠানিক অনুমতি দেয়। কিন্তু টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দাবি তোলে যে, তাদের একজন উপদেষ্টা অতিথি থাকবেন—এই অজুহাতে নিজেদের সুবিধাজনক সময় বেছে নিয়ে গায়ের জোরে কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
এ প্রেক্ষিতে টিইউসি পূর্বঘোষিত সময় অনুযায়ী ১ মে বিকেল ৩টায় সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়। পরে মাহবুবুর রহমান ইসমাইল ষড়যন্ত্রমূলকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং সংবাদ সম্মেলন ডেকে হাফিজুল ইসলাম হাফিজকে জড়িয়ে মিথ্যাচার করেন।
টিইউসি অভিযোগ করে, মাহবুবুর রহমান ইসমাইল বিভিন্ন কারখানা মালিকদের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেন এবং শ্রম আদালতে মালিক পক্ষের হয়ে দাঁড়িয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে বাধা দেন।
বিবৃতিতে আরও বলা হয়, হাফিজুল ইসলাম হাফিজ একটি পরিচ্ছন্ন ও জনপ্রিয় শ্রমিক নেতৃত্বের প্রতীক। তাঁর বিরুদ্ধে ঝুট ব্যবসা কিংবা টাইম সোয়েটার কারখানা বন্ধের মতো ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছে।