এবার ব্যবসায়ী নেতা অয়ন ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন। যিনি জেলায় অয়ন ওসমান বলেই অধিক পরিচিত। সম্প্রতি ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরী সদস্যের পদ পেয়েছেন অয়ন ওসমান। আওয়ামী লীগের সহযোগী কোনো সংগঠনের সাথে পূর্বে জড়িত না থাকলেও প্রভাবশালী পিতার সাথে একই কমিটিতে পদ পেয়েছেন তিনি। এবার ব্যবসায়ী নেতা হতে যাচ্ছেন তিনি। সেই পথেই হাঁটছেন সাংসদপুত্র। জমা দিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক পদে মনোনয়নপত্র।
রোববার (১৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন অয়ন ওসমান। আগামী ১৮ এপ্রিল চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনে অংশ নিলেন সাংসদপুত্র।
শামীম ওসমান আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সাংসদ হলেও তার স্ত্রী সালমা ওসমান লিপি ও একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন সরাসরি কোনো পদ-পদবীতে ছিলেন না। তবে গত ১০ জানুয়ারি অনুমোদন দেওয়া ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটিতে কার্যকরী সদস্যের পদ পেয়েছেন তারা। সাংসদ শামীম ওসমানের পাশাপাশি আওয়ামী লীগের সরাসরি রাজনীেিত যুক্ত হন তারা।
এদিকে ইমতিনান ওসমান অয়ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম জেড এন কর্পোরেশন। এই প্রতিষ্ঠানের অধীনে শীতাতপ নিয়ন্ত্রিত শীতল পরিবহনের বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। এবার তিনি হতে যাচ্ছেন ব্যবসায়ী নেতা। অয়ন ওসমান টানা দু’বার তরুণ শীর্ষ আয়কর দাতা হিসেবে পুরষ্কৃত হয়েছেন।
প্রেস নারায়ণগঞ্জ.কম