০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫১, ৭ মার্চ ২০২৫

মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শুক্রবার (৭ মার্চ) সকালে চাষাঢ়ায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের আত্মগঠনে মনোনিবেশ করতে হবে এবং অসহায় শ্রমজীবীদের পাশে দাঁড়াতে হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান যেন শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অমানবিক আচরণ না করে, সে বিষয়ে নজর দিতে হবে। পাশাপাশি মালিক-শ্রমিকের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো. আব্দুল্লাহ ফাইসূলসহ বিভিন্ন পর্যায়ের মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়