০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ৭ মে ২০২৫

ইজিবাইকের লাইসেন্স বন্ধ ও উল্টো পথে যান চলাচল বন্ধের দাবি

ইজিবাইকের লাইসেন্স বন্ধ ও উল্টো পথে যান চলাচল বন্ধের দাবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে ইজিবাইক ছাড়া অন্যান্য যানবাহনের সংখ্যা কমে গেছে। বাস ও পাবলিক পরিবহনগুলো আগের মতো দেখা যাচ্ছে না।

বুধবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় তিনি বলেন, “বাসগুলো জিয়া হলের সামনে যাত্রী ওঠানামার জন্য যত্রতত্র দাঁড়ায়। এটি বন্ধ করতে হবে। এছাড়া, সিটি করপোরেশন যেন নতুন করে কোনো ইজিবাইকের লাইসেন্স প্রদান না করে। লাইসেন্সবিহীন ইজিবাইক শহরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশন একসময় ইজিবাইকগুলোকে বিভিন্ন রঙে বিভক্ত করার প্রস্তাব দিয়েছিল। আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু সেই পদক্ষেপ আর বাস্তবায়ন হয়নি।”

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “শহরের উকিলপাড়া ও গলাচিপা মোড়ে উল্টো পথে যানবাহন চলাচল বন্ধ করতে হবে। ফুটপাতের বাইরের রাস্তায় যেন কোনো ভ্যান নিয়ে বসতে না পারে, সেটি নিশ্চিত করা গেলে যানজট অনেকাংশে কমে যাবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়