১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ২৮ নভেম্বর ২০২৪

সরকারি কদম রসুল কলেজ শাখার ’জুলাই ব্রিগেড’ কমিটি গঠন 

সরকারি কদম রসুল কলেজ শাখার ’জুলাই ব্রিগেড’ কমিটি গঠন 

সামির হাসান সিয়ামকে সভাপতি ও সুরাইয়া আক্তারকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট জুলাই ব্রিগেড সরকারি কদম রসুল কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় সাংগঠনিক বৈঠকের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। 

সরকারি কদম রসুল কলেজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে ও সরকারি কদম রসুল কলেজ ছাত্র, শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন সংকটে পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেন জুলাই ব্রিগেড সরকারি কদম রসুল কলেজ শাখার নেতৃবৃন্দ।  

দুই উপদেষ্টা সাইফুল ইসলাম, ইফতি আহম্মেদ জিহাদ সমন্বয়ে ২৪ সদস্যবিশিষ্ট জুলাই ব্রিগেড সরকারি কদম রসুল কলেজ শাখা কমিটির অন্যরা হলেন, 
সহসভাপতি নায়েম হাসান নিহাদ, সাইফুল ইসলাম তানভীর, যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সিনহা আক্তার তানহা, অর্থ সম্পাদক মাইমুনা আক্তার মিলা। কমিটিতে দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ বাপ্পি, ক্রীড়া সম্পাদক ফেরদাউস রহমান, সাংস্কৃতিক সম্পাদক আনিকা রহমান, প্রকাশনা সম্পাদক টিনা জাহান হালিমা, পাঠচক্র বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারের নাম ঘোষণা করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়