২ ঘণ্টার চেষ্টায় নিভলো রূপগঞ্জে ভোজ্যতেল কারখানার আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ভোজ্য তেল প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের অন্তত দুই ঘন্টার চেষ্টায় এ আগুন নেভানো সম্ভব হয় বলে জানান নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি।
কারখানার শ্রমিকদের বরাতে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, সকালে শ্রমিকরা কারখানাটির ভেতরে কাজ করছিলেন। কারখানাটির ‘সিট ক্র্যাশিং সেকশনে’ হঠাৎ আগুন দেখতে পান তারা। কারখানাটির এই অংশে তেলবীজ ভেঙে গুড়ো করা হয়। শুরুতে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেও সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
“শুরুতে ফায়ার সার্ভিসের দু’টো ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। অন্তত দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।”
আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও কারখানাটির বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গিয়েছে বলে জানান ওসমান গনি।
মো. আশরাফ নামে কারখানাটির এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, “আমাদের অনেকগুলো মেশিন পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।”