০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা টিটুর

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা টিটুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি শোভাযাত্রা করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফতুল্লা শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড হয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “গত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। যুবদল কর্মী শাওনকে হত্যা করা হয়েছিল, আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। অথচ আজকে আমরা খোলা আকাশের নিচে আনন্দ মিছিল করেছি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা—একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।”

স্বাগত বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপিকে ধ্বংস করার জন্য গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। কিন্তু বিএনপি আজও অটুট। ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগের অনেক মন্ত্রী-প্রতিনিধি বলেছিল সরকার পতন হলে বিএনপি ৩ লাখ নেতা-কর্মীকে হত্যা করবে। অথচ ১৩ মাস পেরিয়ে গেলেও একজন আওয়ামী কর্মীকেও হত্যা করা হয়নি। এটিই বিএনপির উদারতা।”

সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল প্রধান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়