০৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ আগস্ট স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু কামাল ওরফে টুন্ডা কামাল তার বাহিনী নিয়ে শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় এবং তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করে।

বক্তারা আরও বলেন, কামাল ওরফে টুন্ডা কামাল এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে জমি দখল, নারী নির্যাতন ও সাধারণ মানুষের কাছ থেকে বিচার-শালিসের নামে অর্থ আদায় করে আসছে। তার এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা ঘোষণা দেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার না করা হলে সিনহা স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী মহাসড়কে নেমে আন্দোলন করবেন।
 

সর্বশেষ

জনপ্রিয়