২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২৭ মে ২০২৫

শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা ও হর্ণ জব্দ

শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা ও হর্ণ জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ মে) পরিচালিত এই অভিযানে উচ্চ শব্দ উৎপন্নকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় হাইড্রোলিক হর্ণসহ বিভিন্ন শব্দদূষণকারী যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। এতে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে ধরা পড়া যানবাহনগুলো শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক জরিমানা ও হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের দূষণকারী কারখানা ও যানবাহনের বিরুদ্ধেও শিগগিরই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সর্বশেষ

জনপ্রিয়