২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ মে ২০২৫

ফারুক হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

ফারুক হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নিহত হোসিয়ারি শ্রমিক ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনাস প্রধান (২০) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে সোমবার (২৬ মে) বিকেল ৪টায় ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আনাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা ও স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের লিডার। তার পিতার নাম মহসিন প্রধান।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফারুক সিদ্ধিরগঞ্জের একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে চাকরি করতেন। আসামি আনাসের সঙ্গে ‘ছোট ভাই-বড় ভাই’ ডাকা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই ফারুককে হুমকি দিয়ে আসছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা।

গত বছরের ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে আনাসসহ ৭-৮ জন কিশোর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফারুকের পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমে আহত ফারুককে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অর্থ সংকটের কারণে চিকিৎসার মাঝপথে বাড়ি ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়লে আবার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। প্রাথমিকভাবে একটি মারামারির মামলা হলেও পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

র‍্যাব-১১ সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। পরে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে আনাসকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়