বন্দরে ট্রাকে তল্লাশি, ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫), এবং কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।
পুলিশ জানায়, সোমবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের একটি ট্রাকে অভিযান চালায় কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল। এ সময় ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”