২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ২৬ মে ২০২৫

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ ১৯ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন।

সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন– সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ,  শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো, লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার, জি কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলামসহ অনেকে।

রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, ‘রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সব সাংবাদিককে পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সবার সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে।’

সর্বশেষ

জনপ্রিয়