২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ২১:১১, ১৩ মার্চ ২০২৫

ফতুল্লায় র‍্যাবের অভিযানে শাহ নিজামের ক্যাডার শরীফ গ্রেফতার

ফতুল্লায় র‍্যাবের অভিযানে শাহ নিজামের ক্যাডার শরীফ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা নয়ামাটি এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহ নিজাম ও ফয়জুলের ক্যাডার হিসেবে পরিচিত শরীফকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শরীফের বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র জানায়, শরীফ নয়ামাটি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। ৫ আগস্টের পর সে ভোল পাল্টে বিএনপি-র রাজনীতির সঙ্গে যুক্ত হয় এবং কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণ করাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, শরীফ-বাদশা, চুন্নু ও মিথুন বাহিনী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পূর্ব লামাপাড়া ও নয়ামাটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অস্ত্র ব্যবসা, ভূমিদস্যুতা ও মাদক চক্রের নেতৃত্ব দিতো তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বিএনপির ছত্রচ্ছায়ায় থেকে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।

শরীফের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ

জনপ্রিয়