১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৫, ১১ নভেম্বর ২০২৪

ফতুল্লার বিসিকে শ্রমিক বিক্ষোভ, অবরোধ ভাঙচুর

ফতুল্লার বিসিকে শ্রমিক বিক্ষোভ, অবরোধ ভাঙচুর

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷

এদিকে, শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে৷ শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়৷”

বেলা সাড়ে এগারোটার দিকে আর-ফোর নামে একটি পোশাক কারখানার শ্রমিক শাহীদা আক্তার বলেন, “আমাদের লাঞ্চ হয় সাড়ে বারোটায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থানরত রয়েছেন৷

ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স নামে পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বলেন, “গত বছর থেকে এ কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে৷ গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া৷ বেতন না দিয়ে গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে৷ অনেকের কাছে আমরা গেছি, কোনো সমাধান পাই নাই৷ আজকে তাই সড়কে নামছি আমরা৷”

গত বছরের ডিসেম্বর থেকে আওয়ামী লীগ নেতা আসলাম সানির মালিকানাধীন ক্রোনী গ্রুপের কারখানা দু’টিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে৷ গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন৷ এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন৷

সর্বশেষ

জনপ্রিয়