ফতুল্লায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হাজীগঞ্জ এলাকার ডিএনডি খালে এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিজানুর রহমান গরুর জন্য ঘাস কাটতে বাসা থেকে বের হন। বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘাস কাটার সময় তার সঙ্গে থাকা একটি কুকুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াসিম খান বলেন, “৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডিএনডি খালের মাঝে ঘাস কাটার সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজানুর রহমান মারা যান। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। মৃত মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান রয়েছে।