২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে অটো গ্যারেজ মালিকের বাসায় চুরি

বন্দরে অটো গ্যারেজ মালিকের বাসায় চুরি

নারায়ণগঞ্জের বন্দরে এক অটো গ্যারেজ মালিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গ্যারেজ মালিক খোকন মিয়ার স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খোকন মিয়ার ভাতিজা সাইফুল ইসলাম ও প্রতিবেশী আব্দুল্লাহ মিয়ার ছেলে ইফতির মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ পরিবার প্রতিপক্ষকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার ভয়ে খোকন মিয়ার পরিবার আত্মগোপনে গেলে সুযোগে রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরের দল তাদের বাসায় প্রবেশ করে।

চোরেরা ঘরের পশ্চিম পাশের লোহার প্লেনশিট কেটে ঢুকে স্টিলের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৯ লাখ টাকা), ব্যাংক এশিয়া সোনাকান্দা শাখা থেকে উত্তোলিত নগদ ২ লাখ টাকা এবং আরও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

সর্বশেষ

জনপ্রিয়