১৩ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ১২ মে ২০২৫

বিতর্কের মুখে কোরবানির পশুর হাট বসানোর আপত্তি জানালেন জমির মালিক

বিতর্কের মুখে কোরবানির পশুর হাট বসানোর আপত্তি জানালেন জমির মালিক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফুলহর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি নিয়ে বিতর্কের মুখে অবশেষে আপত্তি জানিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন। সোমবার (১২ মে) দুপুরে তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন জমা দেন।

আনোয়ার হোসেন নিহাল টেক্সটাইল মিলসের প্যাডে জমা দেওয়া আপত্তি পত্রে উল্লেখ করেন, "আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফুলহর মৌজায় আমার মালিকাধীন জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর জন্য অনুমতি দিয়ে একটি অনাপত্তিপত্র দিয়েছিলাম। বর্তমানে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে ও ব্যক্তিগত কারণে আমি এখন আর উক্ত জায়গায় পশুর হাট বসানোর অনুমতি দিতে ইচ্ছুক নই।"

তিনি আরও উল্লেখ করেন, "তাই ফুলহর মৌজায় আমার মালিকাধীন জায়গায় পশুর হাট বসাতে অনুমতি না দেওয়ার জন্য সুমর্জি কামনা করছি।"

এর আগে গত ৫ মে আনোয়ার হোসেনের পক্ষ থেকে জমির মালিকানার বিবরণীসহ একটি অনাপত্তিপত্র জমা দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদনপুর ফুলহর এলাকায় বিএনপির একাধিক গ্রুপ একই স্থানে পশুর হাট বসানোর জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদন জমা দিয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, "যেসকল স্থানে হাটের জন্য আবেদন ও আপত্তিপত্র এসেছে, সেগুলো জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। তদন্তের নির্দেশ এলে আমরা রিপোর্ট প্রদান করব।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, "সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মদনপুর ফুলহর এলাকায় হাটের জন্য একটি আবেদন এসেছিল। কিন্তু জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠানোর পর নতুন একটি আবেদন আসে। ফলে আমরা সেটি আর প্রেরণ করতে পারিনি।"

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার একজন কর্মকর্তা জানান, "মদনপুর এলাকায় হাটের জন্য দুটি স্থানের আবেদন এসেছে। সেগুলো তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে। তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে হাটের অনুমোদন দেওয়া হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে।"

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো তদন্তের কাগজ পৌঁছায়নি। তবে আনোয়ার হোসেন তার জমিতে পশুর হাট বসানোর বিষয়ে আপত্তি জানিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়