সনাতন ধর্মালম্বীদের শিবরাত্রি আজ

প্রেস নারায়ণগঞ্জ ডটকম: আজ সনাতন হিন্দু ধর্মালম্বীদের মহা শিব রাত্রি বা পবিত্র শিব চতুর্দশী তিথি। শ্রী শ্রী মহা শিবরাত্রি ব্রত পালন করা হয় আজকের এই দিনে। সনাতন ধর্মালম্বীদের মতে, সূর্যের উত্তরায়নের তিথি-নাক্ষত্রিক বিচারে সবচেয়ে পবিত্র দিন এটি।
এদিন হিন্দু সম্প্রদায়ের লোকজন শিবের মাথায় ফুল বেল পাতা সমেত দুধ গঁঙ্গা জল ঢেলে ও ভোগ হিসেবে বেল চড়িয়ে দিনটি পালন করবে।
সনাতন ধর্মমতে, এই দিনের মাহাত্ম্য অনেক। রামায়ন, মহাভারত ও পুরানসমূহে শিবের সাধনা করতে মূলত পুরুষদেরকেই বেশি দেখা যায়। নারীরাও সমানভাবে শিবের উপাসনা করেছেন। পুরুষদের পাশাপাশি এদিন হিন্দু সম্প্রদায়ের নারীরাও উপবাস করে থাকেন।
সনাতন ধর্মমতে, শ্রীরামচন্দ্র, পরুশুরাম, শ্রীকৃষ্ণ, পঞ্চপান্ডব, রাবন, ব্রক্ষ্মর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্রসহ ঋষিগন সকলেই ছিলেন শিবের উপাসক।
শিবের উপাসনা করে শুধু দেবতা বা মানুষ নয়, অসুরেরাও বিভিন্ন সময় অর্জন করেছে প্রভূত ক্ষমতা। শিবের দৃষ্টিতে সবাই সমান। খুব অল্পেই সন্তুষ্ট হন শিব। আশুতেই (শ্রঘ্রই) সন্তুষ্ট হন বলে শিবের অপর নাম আশুতোষ। প্রকৃতপক্ষে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যই এই পূজা মহাফল প্রদান করে থাকে।
সনাতন ধর্মালম্বীরা এদিন মহাশিবরাত্রি বিহিত শিবপূজা করে থাকে। তাদের ধর্মীয়মতে, শিবরাত্রির আগের দিন সংযম পালন পূর্বক শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয়। শিবরাত্রির দিন সকালে স্নান ও নিত্যপূজা করে উপবাস শুরু করতে হয়।
শিবরাত্রির পূজায় চার প্রহরে, চার প্রকার দ্রব্য দিয়ে স্নান করিয়ে চার প্রকার অর্ঘ্য প্রদান করে পৃথক পৃথক মন্ত্র উচ্চারনপুর্বক চারবার শিব পূজা করা বিধি।
শ্রীশ্রী শিব চতুদর্শী উপলক্ষে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) নতুন পালপাড়া তারকনাথ ধাম হতে এবারো ভারের চলন ও তারকনাথের মাথায় জল ঢালার আয়োজন করা হয়েছে।
আজ দুপুরে শীতলক্ষ্যা নদীতে ভারের চলন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ, স্বামী একনাথনন্দ মহারাজ।
প্রেস নারায়ণগঞ্জ.কম