০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২২, ৭ মে ২০২৫

জামায়াতের সুধী সমাবেশে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান

জামায়াতের সুধী সমাবেশে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার উদ্যোগে মঙ্গলবার (৬ মে) বাদ মাগরিব থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “পৃথিবীতে দুটি দল আছে—একটি আল্লাহর দল এবং অপরটি শয়তানের দল। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন দলে থাকবো। সারা বাংলাদেশে ইসলামী বিজয়ের রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। “শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে,” উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

এছাড়া, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে কয়েকশত সুধী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়